রিযিক…

রিযিক শেষ হওয়ার আগে মৃত্যু কাউ কে স্পর্শ করবে না…

এক লোক কূপে পড়ে গিয়ে বাচার জন্য গলা ফাটিয়ে আত্ম-চিৎকার করতে লাগলো। গায়ের লোকেরা লোকটিকে বাঁচানোর জন্য ছুটে এলো কূপের কাছে। এক লোক রশি ফেলে লোকটিকে কূপ থেকে উঠলো। লোকটি কূপ থেকে বাহিরে এসে খুব হাঁপাচ্ছিল। দেখেই বুঝা যাচ্ছে লোকটি খুব ক্লান্ত। লোকটির এই ক্লান্ত শরীর দেখে এক দুধ বিক্রেতার মায়া হল। সে এক গ্লাস তাজা দুধ দিলো লোকটিকে। লোকটির দুধ খাওয়া শেষ হতেই গায়ের লোকেরা জানতে চাইলো যে, সে কিভাবে কূপে পড়েছে।

লোকটি বললোঃ
– আমি আমার ছাগল কে পানি খাওয়ানোর জন্য বালতি দিয়ে শরীর বাঁকা করে ঠিক এই ভাবে পানি উঠাতে গিয়ে…
লোকটি তার কূপে পড়ে যাওয়া দৃশ্যটি দেখাতে গিয়ে আবার কূপে পড়ে গেল।
তবে এবার একটু বেকায়দায় পরার কারণে ঘাড় মটকিয়ে লোকটি মারা গেল।
উপস্থিত সকলেই অবাক দৃষ্টিতে কুপের মুখ গীরে দাঁড়িয়ে মৃত লোকটি কে দেখছে।
উপস্থিত জনতার মাঝে গ্রামের ইমাম সাহেবও উপস্থিত ছিলেন।
তিনি সকলের উদ্দেশ্য বললঃ
-দুনিয়াতে লোকটির এক গ্লাস রিযিক বাকি ছিল। তাই প্রথম বার কূপে পড়ে গিয়েও আবার ফিরে এসে ছিল তার রিযিক পুরো করার জন্যে।
রিযিক শেষ হওয়ার আগে মৃত্যু কাউকে স্পর্শ করবে না।

Leave a comment